শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ উত্তাপ কলমানি মার্কেটে

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ উত্তাপ বেড়েছে কলমানি মার্কেটে। এটাকে ব্যাংক খাতের তারল্য সংকটের আভাস হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। কারণ নিজেদের কাছে প্রয়োজন মেটানোর মতো নগদ টাকা না থাকলেই কেবল এ মার্কেট থেকে ব্যাংকগুলোর ধারের প্রবণতা বাড়ে। দৈনন্দিন কিংবা স্বল্পমেয়াদি নগদ টাকার চাহিদা মেটাতে ব্যাংকগুলো এ মার্কেট থেকে ধার নিয়ে থাকে। ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, তারল্য সংকটে বাড়ায় কলমানির সুদহার ও লেনদেন বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের দৈনন্দিন খরচ বেড়েছে। ফলে চাহিদা মেটাতে মানুষের মধ্যে সঞ্চয় ভেঙে ফেলার প্রবণতা বেড়েছে; যা মূলত তারল্য সংকট তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ব্যাংক খাতে গত এক বছরে অতিরিক্ত তারল্য কমেছে ৬৫ হাজার ৭৭৮ কোটি টাকা। ব্যাংকগুলোর হাতে ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও স্টেচুয়েরি লিকুইডিটি রেশিও (এসএলআর) রাখার পর ২০২২ সালের জানুয়ারিতে অতিরিক্ত তারল্য ছিল ২ লাখ ১১ হাজার ৫০৬ কোটি টাকা, ওই বছরের ডিসেম্বর শেষে কমে দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৭২৮ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে অতিরিক্ত তারল্য কমেছে ৬৫ হাজার ৭৭৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গতকাল এ মার্কেট থেকে সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ সুদে লেনদেন হয়েছে ৫ হাজার ২ কোটি টাকার বেশি। এক সপ্তাহ আগে ১৯ জানুয়ারি গড় ৬ দশমিক ৭৫ শতাংশ সুদে এ মাকের্টে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৭ কোটি টাকা। আর চলতি মাসের শুরুতে ১ জানুয়ারি লেনদেন হয় ৩ হাজার কোটি টাকা। সেদিন সুদ ছিল ৬ শতাংশের কম। এর আগে ২৬ ডিসেম্বর লেনদেন হয় ২ হাজার ৩৩৬ কোটি টাকা। সুদ ছিল ৫ দশমিক ৭৭ শতাংশ। এক মাসের ব্যবধানে কলমানি মার্কেটে লেনদেন বেড়েছে ২ হাজার ৬৬৪ কোটি টাকা। অর্থাৎ এক মাসে কলমানি মার্কেটে চাহিদা দ্বিগুণের বেশি বেড়েছে। গতকাল আন্তব্যাংক ওভারনাইট কলমানি রেট গড়ে ৭ শতাংশ সুদহারে লেনদেন হয়েছে, যা ২০১৬ সালের মে মাসের পর সর্বোচ্চ।

সর্বশেষ খবর