রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জঙ্গি-সংশ্লিষ্টতা মেলেনি মগবাজার বিস্ফোরণে

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি-সংশ্লিষ্টতার তথ্য মেলেনি রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে। তবে এখনো রহস্যাবৃত থেকে যাচ্ছে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনা।

গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বলেন, এ বিস্ফোরণের ঘটনায় জঙ্গি-সংশ্লিষ্টতা আমরা পাইনি। কেউ হয়তো ট্রানজিট পয়েন্ট হিসেবে সেখানে ককটেলগুলো রেখেছিল। জর্দার কৌটা দিয়ে দেশীয় পদ্ধতিতে ককটেলগুলো তৈরি করা হয়েছিল। এর আগে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটিটিসির এ কর্মকর্তা জানিয়েছিলেন, আমরা ধারণা করছি, কেউ হয়তো বিস্ফোরকটি রেখে গিয়েছিল। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ভবনটির নিচতলার ফার্স্ট ফার্মা লিমিটেড নামের ফার্মেসির সামনে ফুটপাত ঘেঁষে রাখা একটি প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন প্রকৌশলীসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে ড্রামটি নিতে যাওয়া ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে অসংখ্য স্পিøন্টার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে এ ঘটনায় রমনা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ খবর