শিরোনাম
রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিক্ষিকাকে লাথি শিক্ষার্থীকে লাঠিপেটা ট্রেন পরিচালকের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বেতনা এক্সপ্রেস ট্রেনের পরিচালকের বিরুদ্ধে এক স্কুলশিক্ষিকার মুখে লাথি ও দুই শিক্ষার্থীকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ট্রেন পরিচালকের নাম আল মামুন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া রেল স্টেশনে। জানা গেছে, যশোরের ঝিকরগাছায় স্কাউটের একটি অনুষ্ঠানে যোগ দিতে দুই ছাত্রীকে নিয়ে অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেল স্টেশনে যান ওই শিক্ষিকা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী বেতনা এক্সপ্রেস ট্রেনে তারা ওঠার চেষ্টা করেন। কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় ওই শিক্ষিকা দুই শিক্ষার্থীকে নিয়ে ট্রেন পরিচালকের রুমে (গার্ডরুম) ওঠার চেষ্টা করেন। ট্রেন পরিচালক আল মামুন এ সময় ওই শিক্ষিকার মুখে লাথি মারেন। এতে ওই শিক্ষিকার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। ট্রেন পরিচালকের এমন আচরণের প্রতিবাদ করলে দুই শিক্ষার্থীকে লাঠিপেটা করেন ট্রেন পরিচালক আল মামুন। এরমধ্যে ট্রেন ছেড়ে দেয়। ওই শিক্ষিকা বলেন, বিষয়টি তিনি নওয়াপাড়া স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার অনুপ কুমার মণ্ডলকে জানান। ৯৯৯-এ ফোন করেও অভিযোগ দেন। স্টেশন মাস্টার অনুপ কুমার মণ্ডল বলেন, স্টেশনে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। ওই শিক্ষিকা যখন অভিযোগ করতে এসেছিলেন, তার নাক দিয়ে রক্ত ঝরছিল। প্রধান স্টেশন মাস্টার বাইরে রয়েছেন। তিনি এলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর