বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে ফাঁস হওয়া অডিও বাজিয়ে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) উপাচার্যের নিয়োগ-সংক্রান্ত অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী অস্থায়ী কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীরা। প্রশাসন ভবনের সামনে উপাচার্যের ফাঁস হওয়া অডিও বাজিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। একই সঙ্গে কার্যালয়ের সামনে উপাচার্যকে ‘আপাদমস্তক দুর্নীতির বরপুত্র’ উল্লেখ করে অপসারণের দাবিতে ব্যানার ঝুলিয়ে দেন তারা। অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল জোয়ারদারের নেতৃত্বে কার্যালয়ের সামনে উপাচার্যের অপসারণের দাবিতে অন্তত ৩০ জন বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন এবং তাদের বেশির ভাগই সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী বলে জানা গেছে। এর আগে গত রবি ও সোমবার উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে কর্মসূচি পালন করেন তারা। অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি মিজানুর রহমান টিটু বলেন, ‘বর্তমান উপাচার্য দুর্নীতি করে সবাইকে নিয়োগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ প্রসঙ্গত, ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে দুটি ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার ও শুক্রবার ভিসির ‘কণ্ঠসদৃশ’ পরপর পাঁচটি আলাপনের অডিও পোস্ট করা হয়। পরে ‘আল বিদা’ নামের একটি ফেসবুক আইডি থেকে আরেকটি অডিও ফাঁস হয়। অডিওগুলোতে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়। একই দাবিতে আগে শনিবার ও সোমবার তারা ভিসির কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করেন।

 

সর্বশেষ খবর