সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
খুনোখুনি চলছে প্রকাশ্যেই

চাচা-চাচাতো ভাইয়ের ছুরিতে দুই ভাই নিহত, আগুন বাড়িঘরে

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় চাচা ও চাচাতো ভাই ছুরিকাঘাত করে দুই ভাইকে হত্যা করেছে  বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতদ্বয়ের আরেক ভাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন-আসলাম সানী ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি। চিকিৎসাধীন আরেক ভাই রফিকুলের অবস্থা আশঙ্কাজনক। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে হত্যাকান্ডে জড়িতদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনারগাঁয়ের কাঁচপুরে ছুরিকাঘাতে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে আসলাম সানী ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনির মৃত্যু হয়। নিহতের স্বজন নাঈম জানান, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী ও শফিকুল ইসলাম রনি। গতকাল দুপুরে তাদের বাসার সামনে ড্রেনে  ময়লার পাইপ ঢুকানোকে কেন্দ্র করে তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরও কয়েকজন আসলাম ও শফিকুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে মৃত সানাউল্লাহর তিন ছেলে গুরুতর আহত হন। আসলাম, শফিকুল ও রফিকুলকে উদ্ধার করে স্থানীয়রা দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসলাম ও শফিকুলের মৃত্যু হয়। রফিকুলের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, সোনারগাঁয় হত্যাকান্ডের পর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী গতকাল রাত সাড়ে ৯টার দিকে হত্যাকান্ডে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে নিহতের চাচা মহিউদ্দিনের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া পার্শ্ববর্তী গাছপালাও পুড়ে যায়। আগুনে বাড়িঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসে।

পুলিশ আসার আগেই বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর