কুমিল্লার দেবিদ্বারে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, জিপির নামে অতিরিক্তি চাঁদা আদায়, চালকদের মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা। ক্ষোভ-বিক্ষোভে সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা-ইজিবাইক চালকরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের অপসারণ দাবি করেছেন। রবিবার কয়েক শ সিএনজি অটোরিকশা ও ইজিবাইক নিয়ে চালকরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করতে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অফিস সহকারীর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এরপর পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টাব্যাপী কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। জানা গেছে, পুরো সংকট তৈরি করেছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সিএনজি চালক মো. আবদুর রশিদ, মো. আবুল কালাম, আলী হোসেন প্রমুখ। সিএনজি অটোরিকশা চালকরা অভিযোগ করেন স্ট্যান্ডের নাম পরিবর্তন করে দেবিদ্বারের জেলা পরিষদ মার্কেট থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ পর্যন্ত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ইজারা দেওয়া হয়েছে। এতে জিপি ওঠানোর নামে চাঁদাবাজি হয়। অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর করা হয়। এ জন্য এখানে যানজট লেগে থাকে। পৌর-সচিব মো. ফখরুল ইসলাম বলেন, আমাকে অভিযুক্ত করবে কেন? পৌর প্রশাসকের স্বাক্ষরে ইজারা দেওয়া হয়েছে। হাইওয়ে সড়কে পূর্বের নিয়মেই ইজারা দেওয়া হয়েছে। হাইওয়ের পান্নারপুল-বাখরাবাদ স্ট্যান্ড তালিকায় থাকলেও ইজারা দেওয়া হয়নি। ওখানে টোলের নামে চাঁদা তোলার অভিযোগ পেয়ে বাজার পরিদর্শক আলমগীর হোসেনকে তা বন্ধ করার জন্য দায়িত্ব দিয়েছি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর বলেন, ইজারাদার নিয়ম বহির্ভূতভাবে টোল বা চাঁদা আদায় করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ইজারা বাতিল করতে পারেন। নতুন করে ইজারা প্রদানের বিষয় আমাকে অবহিত করা হয়নি। ইজারা প্রদান করলে চালক, ইজারাদার, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের লোকজনের মতামতের ভিত্তিতে করা প্রয়োজন ছিল। টোল আদায়ের পরিমাণ নিয়ে চালকদের সঙ্গে মতবিনিময় এবং সিদ্ধান্তগুলো মাইকিং করে জানিয়ে দিলে চালকরা বিক্ষোভ-প্রতিবাদ, সড়ক অবরোধ করার সুযোগ পেত না। ইজারাদারও টোলের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের সুযোগ পেত না। দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী মহাসড়ক ইজারা দেওয়ার বিষয়ে পূর্বে বলেছেন, স্ট্যান্ড মহাসড়কে কি না তিনি জানেন না। এ বিষয়ে পৌর সচিব ভালো বলতে পারবেন। বিক্ষোভের পরে তার বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে মহাসড়কে সিএনজি স্ট্যান্ডটি ইজারা না দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। তারপরও ইউএনও কার স্বার্থে কুমিল্লা-সিলেট মহাসড়ক ইজারা দিয়েছেন তা তিনি ভালো বলতে পারবেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, মহাসড়ক ইজারা দেওয়ার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আইনের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শিরোনাম
- পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের
- নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ
- ৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র : আইন উপদেষ্টা
- দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তি খাতের ভূমিকা অতুলনীয়: আইসিটি সচিব
- বেনাপোলে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন
- যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, রাবিতে আনন্দ মিছিল
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস
- সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেফতার
- আপনারা কেউ রাজপথ ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ
- বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন : নাহিদ ইসলাম
- “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ–২০২৫” এর উদ্বোধন
- বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- পাথর খেকোদের বিরুদ্ধে সিলেটবাসী নিরব: সৈয়দা রিজওয়ানা হাসান
- দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে: জামায়াত আমির
- সুদানে কারাগার ও শরণার্থীশিবিরে আরএসএফ হামলা, নিহত অন্তত ৩৩
- সুন্দরবনে পুশইন ৭৮ জন, খাবার-ওষুধ দিয়ে সহায়তা কোস্টগার্ডের
- আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
- জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না : প্রিন্স
- মুন্সিগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখম
কুমিল্লার দেবিদ্বার
মহাসড়ক ইজারা ও চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ চলছেই
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প : রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম