বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
প্রাথমিক বৃত্তি

দুপুরে ফল প্রকাশ বিকালে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল নিয়ে হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এরপর সারা দেশের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে ফল প্রকাশ করা হয়। ফলাফলে সারা দেশে মোট ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পায়। যাদের মধ্যে সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন ও ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিশু শিক্ষার্থী ছিল। বৃত্তি পাওয়া শিশু শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসও করে। কিন্তু বিকালেই প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায় স্বাক্ষরিত নির্দেশনা পাঠানো হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের। এতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আপাতত প্রকাশ না করার অনুরোধ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা শিক্ষা অফিসার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুপুরেই ফল প্রকাশ করেছি আমরা। অথচ বিকালে নির্দেশনা এসেছে ফল প্রকাশ না করার। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছি আমরা। স্কুলে স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ উৎসব করেছে। এখন ফল স্থগিত করায় শিক্ষার্থীদের মনও বিষিয়ে উঠেছে। বিকালে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২-এর ফলাফল পুনঃযাচাই এর প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় ২৮ তারিখ প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করা হলো। আগামীকাল (আজ বুধবার) বিকালে ফের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। অধিদফতর সূত্র জানায়, বৃত্তি পরীক্ষার ফল স্থগিতের ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

সর্বশেষ খবর