সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সেপ্টেম্বরের মধ্যে পাঁচ সিটির নির্বাচন : ইসি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আস্থা অর্জনের বড় ধরনের পরীক্ষা হতে যাচ্ছে পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে। এ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না, ভোটার উপস্থিতি কেমন হবে, কতটা গ্রহণযোগ্য হবে- এসব বিষয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ নির্বাচনে সিসিটিভি এবং সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার হবে কি না, সে বিষয়েও নির্বাচন কমিশন এখনো নিশ্চিত নয়।

নির্বাচন কমিশনের পক্ষে বলা হচ্ছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। জুনের মধ্যে গাজীপুরসহ দুই সিটির নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজের জন্য প্রয়োজনীয় সময় রাখতেই এ পরিকল্পনা। ময়মনসিংহ সিটির নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনের    পর আগামী বছরের জুনের দিকে। গতকাল নির্বাচন ভবনের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘জুনের আগে আগে দু-একটি সিটি করপোরেশনের ভোট হবে। বাকিগুলো হবে জুনের পর। সেপ্টেম্বরের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন শেষ করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর