মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্বচ্ছ বাক্সে ব্যালট পেপারে নির্বাচন চাই

এম এ মতিন

স্বচ্ছ বাক্সে ব্যালট পেপারে নির্বাচন চাই

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেছেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার বারবার ভূলুণ্ঠিত হচ্ছে। আমরা চাই দেশে সুস্থধারার রাজনীতির বিকাশ হোক। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হোক। এ জন্য স্বচ্ছ ব্যালট বাক্সে, ব্যালট পেপারে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নতুন আইন পাস করে নির্বাচন কমিশনকে শক্তিশালী, কার্যকর ও স্বাধীন করতে হবে। অনির্বাচিত তত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এম এ মতিন আরও বলেন, দেশে নির্বাচন ঘনিয়ে এলেই এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। ক্ষমতায় থাকার জন্য ও ক্ষমতায় যাওয়ার জন্য এ অসুস্থ প্রতিযোগিতার বলি হয় সাধারণ মানুষ। এভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে বারবার। এ অবস্থা আর চলতে পারে না। তিনি বলেন, ধর্মহীন শিক্ষানীতি জাতিকে পঙ্গু করার নামান্তর। অবিলম্বে প্রত্যেক শ্রেণিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন, সীমান্তহত্যা বন্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে সুন্নি-জনতার অধিকার নিশ্চিতকরণসহ শাহাদাতবরণ করা নেতাদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণের টাকা আত্মসাৎকারী, ঋণখেলাপি, দুর্নীতিবাজদের পাচারকৃত অর্থ অবিলম্বে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের পাসপোর্ট জব্দ করাসহ নাগরিকত্ব বাতিল করতে হবে। এসব দুষ্কৃতকারী ব্যক্তি যাতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে না পারে সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ এ ধরনের কেউ প্রার্থী হলে তার প্রার্থিতা বাতিল করতে হবে। প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সিন্ডিকেট ব্যবসায়ীদের দমনপূর্বক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং নির্বিচারে মুসলিম গণহত্যার বিচার দাবি জানান। তিনি বলেন, অবিলম্বে তিস্তা চুক্তি সম্পাদনে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ মানব পাচার, চোরাচালান ও সীমান্তহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে।

 

সর্বশেষ খবর