বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অবশেষে দেশের জাহাজে মোংলায় রূপপুরের যন্ত্রপাতি

বাগেরহাট প্রতিনিধি

রুশ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাস করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি। এরপর বাংলাদেশি জাহাজ ‘অপরাজিতা’ ৫২৫টি প্যাকেটে ভর্তি ১ হাজার ২৪৯ দশমিক ১৬ মেট্রিক টন যন্ত্রপাতি নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে। রাশিয়া থেকে ভারতে ট্রানজিট হয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য আসা এটা তৃতীয় চালান। অপরাজিতা জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিংলাইনসের পরিচালক এইচ এম দুলাল জানান, সাতটি রুশ কোম্পানির ৬৯টি জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তাই এসব কোম্পানির জাহাজ সরাসরি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরে আনা যায়নি। অপরাজিতা থেকে পণ্য খালাসের পর তা ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে দুটি চালান রাশিয়া থেকে ভারত ট্রানজিট হয়ে ১৬ ফেব্রুয়ারি এমভি সেঁজুতি ও ২৩ ফেব্রুয়ারি এমভি অপরাজিতা জাহাজে করে মোংলা বন্দরে আনা হয়। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্যই নয়, দেশের নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরাও এ বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

সর্বশেষ খবর