বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পঞ্চগড়ের ঘটনা নিয়ে রাজনীতি না করার আহ্বান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের নেতারা সালানা জলসা নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন। গতকাল বিকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় তারা এ অনুরোধ করেন।

আহমদিয়া মুসলিম নেতারা বলেন, ‘বর্বরোচিত এ হামলায় কারা কারা জড়িত আমরা তার একটি তালিকা দিয়েছি। স্থানীয় কারা জড়িত তাদের নামও দেওয়া হয়েছে। আমরা চাই না সাধারণ মানুষ হয়রানির শিকার হোক। এ ঘটনায় বিএনপি বা জামায়াত জড়িত- এটাও আমরা বলছি না। আমরা চাই না রাজনীতির মাধ্যমে মূল ঘটনা চাপা পড়ে যাক। ঘটনা নিয়ে কেউ রাজনীতি করুক- এটাও আমরা চাই না।’ এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীরবিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কাদিয়ানী সম্প্রদায়ের সাধারণ মানুষসহ সালানা জলসার আহ্বায়ক আহমেদ তফসির চৌধুরী, সালানা জলসার মিডিয়া কর্মকর্তা আহমেদ সুমন, মসজিদের ইমাম সালাউদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩টি মামলা হয়েছে। এ নিয়ে মোট ১৩টি মামলা হলো। এ ঘটনায় এ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

সর্বশেষ খবর