রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জমেছে বাহারি ঘোড়ার মেলা

জয়পুরহাট প্রতিনিধি

জমেছে বাহারি ঘোড়ার মেলা

জয়পুরহাটের আক্কেলপুরে ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায় ঘোড়ার হাট জমে উঠেছে। বিজলি, কিরণমালা, রানি, সুইটিসহ নানান বাহারি নামের ঘোড়া উঠেছে মেলায়। পছন্দের ঘোড়া পেতে ক্রেতাদের মধ্যেও চলছে রীতিমতো কাড়াকাড়ি।

প্রতি বছর দোলপূর্ণিমা উপলক্ষে জয়পুরহাটে শুরু হয় মাসব্যাপী মেলা। মূল মেলা ১৩ দিন হলেও পশুর মেলা হয় সাত দিন। ঘোড়া ছাড়াও মহিষ, গরু, ভেড়া ও ছাগল বেচাকেনা হয় এ মেলায়। আয়োজকরা বলছেন, দেশের একমাত্র ঘোড়া বেচাকেনার হাট এটি। এ কারণে সারা দেশ থেকে আনা কয়েক হাজার ঘোড়া জড়ো করা হয় এখানে। ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীর পদচারণে মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলার ঘোড়ার হাট। জানা গেছে, দরদাম ঠিকঠাকের পর একটি খেলার মাঠে ঘোড়া নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেতাকে দেখানো হয় ঘোড়ার দৌড়। দোলপূর্ণিমা মেলা কমিটি জানায়, ৫১৪ বছরের পুরনো এ মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য প্রসিদ্ধ ছিল। স্বাধীনতার পরও মেলায় নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রচ্যের দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসত। বর্তমানে সেসব স্মৃতির পাতায় ঠাঁই পেলেও দেশের বিভিন্ন অঞ্চলের ঘোড়সওয়ারি ও ঘোড়ামালিক এ মেলায় আসেন। স্থানীয়রা জানান, এ মেলায় ময়মনসিংহ, জামালপুর টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, পাবনা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়ার আমদানি হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে আসা ইমরান হোসেন একটি ঘোড়ার দাম হাঁকেন ৪ লাখ ৫০ হাজার টাকা, পরে তা ২ লাখ টাকায় বিক্রি করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট গ্রামের আমজাদ আলী জানান, তিনি ২৫ বছর ধরে মেলায় ঘোড়া নিয়ে আসেন। এবার পাঁচটি ঘোড়া এনেছেন, ৫ লাখ ২০ হাজার টাকায় সব বিক্রি করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর