রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নো বল ডাকা নিয়ে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চার নারীসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার শেষ বিকালে ওই উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত পাঁচজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এবং তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দনপট্টি গ্রামের খেলার মাঠে ক্রিকেটের নো বল কল করাকে কেন্দ্র করে শাহিন মুন্সী নামে এক যুবকের সঙ্গে তামিম মুন্সী নামে অপর যুবকের বাগ্বিতণ্ডা হয়। শাহিন মুন্সী তামিমকে মারধর করে। এর জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয় গ্রুপের সমর্থকরা রামদা, দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

এতে চানমিয়া মুন্সী, তার স্ত্রী হাসিনা খানম, ছেলে তামিম মুন্সী, কন্যা লামিয়া আক্তার, অপর পক্ষের কামাল মুন্সী, রুবেল মুন্সী, সাহেদা বেগম ও সোনিয়া বেগমসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। আহত চানমিয়া, হাসিনা, তামিম, কামাল ও রুবেলকে শেবাচিম হাসপাতালে এবং অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, হামলা-সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।

সর্বশেষ খবর