সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে উদ্ধার ২১ বাংলাদেশি পাসপোর্ট

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে ২১টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে বিএসএফ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ২৬টি ফেনসিডিলের বোতল।

বিএসএফ জানিয়েছে, গত শনিবার ভোর সাড়ে ৩টায় বালুরঘাট ব্লকের সোনাপাড়া সীমান্ত চৌকির (বিওপি) এলাকা থেকে এই পাসপোর্ট ও মাদক উদ্ধার করা হয়। গোপন সূত্রে বিএসএফ খবর পেয়েছিল যে, সীমান্তবর্তী চকন্দারু গ্রামে কয়েকজন পাচারকারী জমায়েত হয়েছে।

 এরপরই তাদের ধরতে সেখানে অভিযান চালায় বিএসএফ। তবে অন্ধকার এবং ঘন জঙ্গলের সুযোগ নিয়ে আগেই পাচারকারীরা গা ঢাকা দেয়। পরে দিনের আলো ফুটলে সেখানে অভিযান চালিয়ে তারা ২১টি বাংলাদেশি পাসপোর্ট এবং ২৬টি ফেনসিডিলের বোতল উদ্ধার করে। এরপর প্রাথমিক তদন্তে বিএসএফ জানতে পেরেছে, পাসপোর্টগুলো বাংলাদেশি শ্রমিকদের ভিসার জন্য দিল্লিতে রোমানিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছিল। চলতি মাসের গোড়ার দিকেই ঢাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কোনো এক কারণে ভিসার আবেদন বাতিল করে দেওয়া হয়।

সর্বশেষ খবর