বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, বাজার ব্যবস্থাপনার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, প্রতিযোগিতা কমিশনের মতো সংস্থাগুলো রয়েছে। পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে এই সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। কৃত্রিমভাবে পণ্যের সংকট সৃষ্টি করে মজুদদারি বাড়িয়ে কেউ যদি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা মোকাবিলায় মনিটরিং জোরদার করতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে সঙ্গে নিয়েই সরকারের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ঠিক রাখার উদ্যোগ নিতে হবে। সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, ‘ডলারের বিপরীতে টাকার অবনমন এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি, ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা পণ্য আমদানির জন্য এলসি করতে পারছেন না। এসব বিষয় বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলে। এ ক্ষেত্রে সরকার টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ এবং ওএমএস (ওপেন মার্র্কেট সেল) কার্যক্রম গ্রহণ করে উচ্চমূল্যের অভিঘাত থেকে স্বল্প আয়ের মানুষকে সুরক্ষা দিতে পারে।’ ড. মোস্তাফিজুর বলেন, প্রতি বছর রোজার মাসে কিছু সুনির্দিষ্ট পণ্যের দাম বাড়ে। ফলে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা আগে থেকেই শুরু করা উচিত। সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর দেখা উচিত, নিত্যপণ্যের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কি না। এ বিষয়গুলোর কোনো একটিতে সমস্যা হলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত পদক্ষেপ দরকার
ড. মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর