বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, বাজার ব্যবস্থাপনার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, প্রতিযোগিতা কমিশনের মতো সংস্থাগুলো রয়েছে। পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে এই সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। কৃত্রিমভাবে পণ্যের সংকট সৃষ্টি করে মজুদদারি বাড়িয়ে কেউ যদি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা মোকাবিলায় মনিটরিং জোরদার করতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে সঙ্গে নিয়েই সরকারের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ঠিক রাখার উদ্যোগ নিতে হবে। সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, ‘ডলারের বিপরীতে টাকার অবনমন এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি, ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা পণ্য আমদানির জন্য এলসি করতে পারছেন না। এসব বিষয় বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলে। এ ক্ষেত্রে সরকার টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ এবং ওএমএস (ওপেন মার্র্কেট সেল) কার্যক্রম গ্রহণ করে উচ্চমূল্যের অভিঘাত থেকে স্বল্প আয়ের মানুষকে সুরক্ষা দিতে পারে।’ ড. মোস্তাফিজুর বলেন, প্রতি বছর রোজার মাসে কিছু সুনির্দিষ্ট পণ্যের দাম বাড়ে। ফলে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা আগে থেকেই শুরু করা উচিত। সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর দেখা উচিত, নিত্যপণ্যের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কি না। এ বিষয়গুলোর কোনো একটিতে সমস্যা হলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার