নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ‘এ’ ক্যাটাগরিভুক্ত প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন থেকে ২৩তম অধিবেশনসহ চলতি একাদশ সংসদে দেওয়া সরকারের প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়নে ‘অবহেলায়’ ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এসব প্রকল্পের গুণগতমান বজায় রেখে কাজ দ্রুত শেষ করার জন্য সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন। কমিটির সদস্যবিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মো. মুজিবুল হক, ফখরুল ইমাম বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের যেসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এগুলোর কাজের গুণগতমান ও বাস্তবায়ন অগ্রগতি সরেজমিন পরিদর্শন করে মতামত প্রদানের সুপারিশ করা হয়। বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন থেকে ২৩তম অধিবেশন পর্যন্ত এবং একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতির বিবরণ ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে।