শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাতিল করতে হবে অযোগ্যদের পদ

-আহসান এইচ মনসুর

বাতিল করতে হবে অযোগ্যদের পদ

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, অযোগ্যদের ব্যাংকের পরিচালক পদ বাতিল করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা না থাকলে নতুন পরিচালক নিয়োগ অনুমোদনও বন্ধ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকে পরিচালকদের আধিপত্য কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে আরও একটু সতর্ক হতে হবে। যে কাউকে পরিচালক হিসেবে নেওয়া যাবে না। তাদের নিয়োগ যথাযথ কি না, তাদের যোগ্যতা আছে কি না-নিয়োগ অনুমোদন করার আগে এসব বিষয় ভালোভাবে বিশ্লেষণ করা দরকার বাংলাদেশ ব্যাংকের। তিনি বলেন, ‘যে কাউকে দিলে হবে না। আমার স্ত্রীকে দিলাম। আমার চাচাতো ভাইকে দিলাম। সে যদি ব্যাংকিং খাত-সংশ্লিষ্ট না হয়। আর্থিক খাতসংশ্লিষ্ট না হয়। ওভার অল ইকোনমি সম্পর্কে সংশ্লিষ্ট না হয়। তাহলে তাকে অযোগ্য হিসেবে বাতিল করা। এভাবে যদি সরকার করে তাহলে এটার একটা গুরুত্ব পাবে। তা না হলে কিচ্ছু আসবে-যাবে না। উদ্দেশ্য তখনই পূরণ হবে যখন সঠিকভাবে বাস্তবায়ন হবে। আমাদের দেশের আইন দুর্বল হলেও অনেক ভালো ভালো জিনিস আছে। কিন্তু সেগুলো তো আমরা বাস্তবায়ন করি না। সমস্যাটা ওই জায়গায়।’

 

সর্বশেষ খবর