শিরোনাম
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সদরঘাটের ইফতার বাজার

লঞ্চে নেই যাত্রী বেচাকেনা কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

লঞ্চে নেই যাত্রী বেচাকেনা কম

যাত্রী নেই, বেচাকেনা নেই, লঞ্চ নেই আগের মতো। মানুষজন আসে না এখন। পদ্মা সেতুর কারণে লঞ্চে যাত্রী কমে গেছে। এ জন্য এখন আর আগের মতো সদরঘাটে ভিড় হয় না। এমনটা জানিয়েছেন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের মৌসুমি ইফতার বিক্রেতা মোহাম্মদ শিপন।

তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ এখন ইফতার কম কেনে। দু-একজন মানুষ আসে আধা ঘণ্টা পর পর ইফতার কিনতে। ২৫ রমজানের পর যাত্রী সংখ্যা বাড়বে  ইফতারিও ভালো বেচাকেনা হবে। গতকাল টার্মিনাল ঘুরে দেখা যায়, আগের মতো কোলাহল নেই। হই-হুল্লোড় হয় না ইফতার নিয়ে। দলবেঁধে কেউ আসেন না লঞ্চের ওপরে ইফতার করতে। তবে যাত্রীদের লঞ্চের ডেকে বসে ছোট্ট পরিসরে পরিবার-পরিজন নিয়ে ইফতার করতে দেখা গেছে। লঞ্চের ভিতরে এবং টার্মিনালে বিভিন্ন ছোট ছোট দোকানে ছোলা, আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, জিলাপি, বুন্দিয়া, ঘুগনি, খেজুর, পাকোড়া, চিড়া-মুড়ি, দইচিড়া, নুডলস, চিকেন ফ্রাই, মৌসুমি ফলসহ বিভিন্ন ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চাঁদপুরগামী লঞ্চযাত্রী ইসমাইল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের মতো মানুষের ইফতারি ক্রয়ের সামর্থ্য কমে গেছে। লঞ্চের দায়িত্বরত ব্যক্তিরা জানান, আগের তুলনায় যাত্রীসংখ্যা কমে গেছে। পরিবার নিয়ে যারা আসেন, বেশির ভাগই ইফতারির বিভিন্ন আইটেম বাসাবাড়ি থেকে তৈরি করে নিয়ে আসেন। এ জন্য এখন সদরঘাটে ইফতারি বেচাকেনা কম হয়। বিক্রেতারা হাঁকডাক দিয়েও ক্রেতা খুঁজে পান না।

সর্বশেষ খবর