রংপুরে ২০০ বছর আগের উদ্ধার কথিত টেলিস্কোপটি আসলে পিতলের শোপিস। প্রতারণার মাধ্যমে পিতলের শোপিসকে ২০০ বছরের পুরনো টেলিস্কোপ হিসাবে বিক্রির চেষ্টাকালে ডিবি পুলিশ ছয়জনকে আটক করে। গতকাল দুপুরে প্রতারণার মামলায় তাদের তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মো. মিজানুর রহমান, দেওয়ান রবিউল আলম, মো. শামসুল হুদা ওরফে বাবু নামে তিন ব্যক্তি ওই শোপিসটি কিনতে রংপুরে এসে হোটেল গোল্ডেন টাওয়ারে উঠেন। তারা প্রতারক চক্রের কাছ থেকে ‘মহামূল্যবান’ টেলিস্কোপ যন্ত্র (শোপিস) যার অগ্রভাগে কিছু স্বর্ণ আছে, সেটি কিনতে আগ্রহ দেখান। পরে টেলিস্কোপ যন্ত্রটি হোটেল গোল্ডেন টাওয়ারের পঞ্চম তলার ৫০৫ নম্বর কক্ষে প্রদর্শন করলে ক্রেতারা যাচাই-বাছাই শেষে দেখতে পান এতে স্বর্ণ নেই। এটি পিতলের তৈরি টেলিস্কোপ সদৃশ শোপিস মাত্র। বিক্রেতারা তাদের ঠকানোর চেষ্টা করছে বুঝতে পেরে কৌশলে ডিবি পুলিশকে বিষয়টি জানায়। পরে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক মো. ছালেহ আহাম্মদ পাঠানের নেতৃত্বে অভিযান চালিয়ে পঞ্চগড় জেলার সাকোয়া এলাকার মৃত রোস্তম আলী আকন্দের ছেলে মো. শাহা আলম আকন্দ (৫৭), পাবনার সাঁথিয়ার মৃত আবদুল কাদেরের ছেলে মো. আবদুল রাজ্জাক (৫৬) ও পঞ্চগড়ের শিংপাড়ার আবদুল করিমের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত থেকে একটি পিতলের তৈরি টেলিস্কোপ যন্ত্র (শোপিস) জব্দ করা হয়। এ বিষয়ে ঢাকার মিরপুরের মো. মিজানুর রহমান বাদি হয়ে প্রতারণা মামলা করেন। এতে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
টেলিস্কোপ প্রতারণা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর