মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

এক বিদ্যালয়ে ২০ যমজ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাইস্কুল। প্রায় শতবর্ষী এই বিদ্যালয়ে একসঙ্গে পড়ছে ২০ জন যমজ ভাই-বোন। ২০ শিক্ষার্থীর মধ্যে যমজ ভাই-বোনদের সবাই দেখতে প্রায় একই রকম। এলাকাবাসীর কাছে এটি এখন ‘যমজদের বিদ্যালয়’ হিসেবে পরিচিতি পেয়েছে। জানা গেছে, ১৯৩২ সালে স্থাপিত ঠাকুরগাঁও সদরের মথুরাপুর পাবলিক হাইস্কুল। বর্তমানে এই প্রতিষ্ঠানে দশ জোড়া যমজ শিক্ষার্থী করছেন পড়াশোনা, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। যমজ শিক্ষার্থীদের এক নজর দেখতে স্কুলে ছুটছেন অনেকে। পড়াশোনার পাশাপাশি একসঙ্গে খাওয়া, খেলাধুলা করাসহ যমজ এই জুটি মুগ্ধতা ছড়াচ্ছে আশপাশেও। একই সময়ে পৃথিবীতে আলো দেখা আর জীবনের পথচলায় একই রকম দেখতে, একই ভালো লাগা আর খারাপ লাগাগুলো আকৃষ্ট করে সবাইকে। বিদ্যালয়ে যমজ শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণিতে দুই জোড়া, সপ্তম শ্রেণিতে তিন জোড়া, অষ্টম শ্রেণিতে এক জোড়া, নবম শ্রেণিতে দুই জোড়া এবং দশম শ্রেণিতে দুই জোড়া যমজ শিক্ষার্থী পড়ালেখা করছে। স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে তাহসিন-তাসনিম ও সান-মুন, সপ্তম শ্রেণিতে কার্তিক-গণেশ, হাবিব-হাফিজ ও সুমাইয়া-সাদিয়া, অষ্টম শ্রেণিতে শুভ সৌরভ, নবম শ্রেণিতে হাসি-খুশি ও তাহবি-তাসবি এবং দশম শ্রেণিতে আবিদ-অমিত ও রাহুল-চঞ্চল রাহা। যমজ শিক্ষার্থীদের দেখতে স্কুলে আসেন অনেকে। পড়াশোনার পাশাপাশি একসঙ্গে খাওয়া, খেলাধুলা করাসহ যমজ শিশুরা মুগ্ধতা ছড়াচ্ছে আশপাশেও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর