মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলম (৩৫)। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে না পেরে হাতে-পায়ে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন তার বাবা-মা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের বৃদ্ধ আজিম উদ্দিনের দুই ছেলের মধ্যে ছোট আশরাফুল আলম (৩৫)। বড় ছেলে আবদুর রাজ্জাক মিন্টু ভাড়াটে ভ্যানচালক। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলমের পাগলামি বেড়ে গেছে। যে সামনে আসে তাকেই মারধর করে। বাবা-মাও রক্ষা পায় না। ভাঙচুর করে আসবাবপত্র। পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে তার হাতে-পায়ে দড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এ অবস্থায় দিন কাটে তার বিছানায় শুয়ে। প্রচণ্ড যন্ত্রণায় হাউ মাউ করে কান্নাও করেন। সন্তানের এই অবস্থা দেখে বাবা-মাও ডুকরে কেঁদে উঠেন। অভাব অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। জায়গা জমি বলতে মাত্র তিন শতক জমির ওপর ভিটে-বাড়ি। কোনো কিছু বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবে সে চিন্তা করাই যেন দুঃস্বপ্ন। দিনমজুর ও বৃদ্ধ আজিম উদ্দিনকে (৬০) বয়সের কারণে কাজে নেন না কেউ। ফলে বিভিন্ন হাট-বাজারে মানুষের কাছে হাত পাতছেন তিনি। বৃদ্ধ আজিম বলেন, প্রায় ২০ বছর ধরে মাথার সমস্যা আশরাফুলের। চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে। অভাব-অনটনের সংসারে ছেলের চিকিৎসা কি করে করাব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আশরাফুল আলমের মা এজাবোন নেছা (৫০) বলেন, সংসারে কিছুই নেই বাবা। ছেলের চিকিৎসা করতে সব শেষ হয়ে গেছে। বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য আতিয়ার রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। পরিবারটির খোঁজ নেওয়ার জন্য লোক পাঠানো হবে।
শিরোনাম
- ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
আর্থিক সংকট
অসুস্থ ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর