মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলম (৩৫)। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে না পেরে হাতে-পায়ে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন তার বাবা-মা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের বৃদ্ধ আজিম উদ্দিনের দুই ছেলের মধ্যে ছোট আশরাফুল আলম (৩৫)। বড় ছেলে আবদুর রাজ্জাক মিন্টু ভাড়াটে ভ্যানচালক। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলমের পাগলামি বেড়ে গেছে। যে সামনে আসে তাকেই মারধর করে। বাবা-মাও রক্ষা পায় না। ভাঙচুর করে আসবাবপত্র। পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে তার হাতে-পায়ে দড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এ অবস্থায় দিন কাটে তার বিছানায় শুয়ে। প্রচণ্ড যন্ত্রণায় হাউ মাউ করে কান্নাও করেন। সন্তানের এই অবস্থা দেখে বাবা-মাও ডুকরে কেঁদে উঠেন। অভাব অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। জায়গা জমি বলতে মাত্র তিন শতক জমির ওপর ভিটে-বাড়ি। কোনো কিছু বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবে সে চিন্তা করাই যেন দুঃস্বপ্ন। দিনমজুর ও বৃদ্ধ আজিম উদ্দিনকে (৬০) বয়সের কারণে কাজে নেন না কেউ। ফলে বিভিন্ন হাট-বাজারে মানুষের কাছে হাত পাতছেন তিনি। বৃদ্ধ আজিম বলেন, প্রায় ২০ বছর ধরে মাথার সমস্যা আশরাফুলের। চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে। অভাব-অনটনের সংসারে ছেলের চিকিৎসা কি করে করাব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আশরাফুল আলমের মা এজাবোন নেছা (৫০) বলেন, সংসারে কিছুই নেই বাবা। ছেলের চিকিৎসা করতে সব শেষ হয়ে গেছে। বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য আতিয়ার রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। পরিবারটির খোঁজ নেওয়ার জন্য লোক পাঠানো হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
আর্থিক সংকট
অসুস্থ ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর