মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলম (৩৫)। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে না পেরে হাতে-পায়ে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন তার বাবা-মা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের বৃদ্ধ আজিম উদ্দিনের দুই ছেলের মধ্যে ছোট আশরাফুল আলম (৩৫)। বড় ছেলে আবদুর রাজ্জাক মিন্টু ভাড়াটে ভ্যানচালক। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলমের পাগলামি বেড়ে গেছে। যে সামনে আসে তাকেই মারধর করে। বাবা-মাও রক্ষা পায় না। ভাঙচুর করে আসবাবপত্র। পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে তার হাতে-পায়ে দড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এ অবস্থায় দিন কাটে তার বিছানায় শুয়ে। প্রচণ্ড যন্ত্রণায় হাউ মাউ করে কান্নাও করেন। সন্তানের এই অবস্থা দেখে বাবা-মাও ডুকরে কেঁদে উঠেন। অভাব অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। জায়গা জমি বলতে মাত্র তিন শতক জমির ওপর ভিটে-বাড়ি। কোনো কিছু বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবে সে চিন্তা করাই যেন দুঃস্বপ্ন। দিনমজুর ও বৃদ্ধ আজিম উদ্দিনকে (৬০) বয়সের কারণে কাজে নেন না কেউ। ফলে বিভিন্ন হাট-বাজারে মানুষের কাছে হাত পাতছেন তিনি। বৃদ্ধ আজিম বলেন, প্রায় ২০ বছর ধরে মাথার সমস্যা আশরাফুলের। চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে। অভাব-অনটনের সংসারে ছেলের চিকিৎসা কি করে করাব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আশরাফুল আলমের মা এজাবোন নেছা (৫০) বলেন, সংসারে কিছুই নেই বাবা। ছেলের চিকিৎসা করতে সব শেষ হয়ে গেছে। বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য আতিয়ার রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। পরিবারটির খোঁজ নেওয়ার জন্য লোক পাঠানো হবে।
শিরোনাম
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের