মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলম (৩৫)। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে না পেরে হাতে-পায়ে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন তার বাবা-মা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের বৃদ্ধ আজিম উদ্দিনের দুই ছেলের মধ্যে ছোট আশরাফুল আলম (৩৫)। বড় ছেলে আবদুর রাজ্জাক মিন্টু ভাড়াটে ভ্যানচালক। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলমের পাগলামি বেড়ে গেছে। যে সামনে আসে তাকেই মারধর করে। বাবা-মাও রক্ষা পায় না। ভাঙচুর করে আসবাবপত্র। পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে তার হাতে-পায়ে দড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এ অবস্থায় দিন কাটে তার বিছানায় শুয়ে। প্রচণ্ড যন্ত্রণায় হাউ মাউ করে কান্নাও করেন। সন্তানের এই অবস্থা দেখে বাবা-মাও ডুকরে কেঁদে উঠেন। অভাব অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। জায়গা জমি বলতে মাত্র তিন শতক জমির ওপর ভিটে-বাড়ি। কোনো কিছু বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবে সে চিন্তা করাই যেন দুঃস্বপ্ন। দিনমজুর ও বৃদ্ধ আজিম উদ্দিনকে (৬০) বয়সের কারণে কাজে নেন না কেউ। ফলে বিভিন্ন হাট-বাজারে মানুষের কাছে হাত পাতছেন তিনি। বৃদ্ধ আজিম বলেন, প্রায় ২০ বছর ধরে মাথার সমস্যা আশরাফুলের। চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে। অভাব-অনটনের সংসারে ছেলের চিকিৎসা কি করে করাব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আশরাফুল আলমের মা এজাবোন নেছা (৫০) বলেন, সংসারে কিছুই নেই বাবা। ছেলের চিকিৎসা করতে সব শেষ হয়ে গেছে। বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য আতিয়ার রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। পরিবারটির খোঁজ নেওয়ার জন্য লোক পাঠানো হবে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
আর্থিক সংকট
অসুস্থ ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর