রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে গোপনে মজুদ করা অবৈধ অস্ত্রশস্ত্র মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’-এর কাছে পাঠানোর সময় এক রোহিঙ্গা ধরা পড়েছে। গত শুক্রবার রাতে কক্সবাজার শহরের বাহারছড়া থেকে র‌্যাব এই রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে।

আটক রোহিঙ্গা আরিফ হোসেন টেকনাফের নয়াপাড়া মোছনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা। আটকের সময় তার কাছে চারটি শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও দুইটি অটো স্নাইপার রাইফেলের গুলি পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল দুপুরে কক্সবাজারে র‌্যাবের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, মহেশখালীর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গোলাবারুদ নিয়ে আরসা সন্ত্রাসীদের কাছে পৌঁছানোর জন্য এক রোহিঙ্গা রওনা হয়েছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বাহারছড়ার আরিফ হোসেন টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করা হলে প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। আরিফ স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে মহেশখালীসহ বিভিন্ন এলাকা হতে অবৈধ অস্ত্র ক্রয় করে রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করত এবং পরে তা আরসা সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতো। র‌্যাব অধিনায়ক জানান, গত ৬ এপ্রিলও এক অভিযানে চকরিয়া থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছিল। তারাও মহেশখালী থেকে অস্ত্র নিয়ে আরসাকে সরবরাহ করতে যাচ্ছিল।

সর্বশেষ খবর