সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
জমে উঠেছে ঈদবাজার

নারায়ণগঞ্জে দ্বিগুণ দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে দ্বিগুণ দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা

ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরসহ জেলা, উপজেলার বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও শপিং মলে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব স্থানে শিশু, কিশোর-কিশোরীসহ নারী-পুরুষদের আনাগোনা ঘটছে। নানা পেশার লোকজন তাদের পরিবার-পরিজন নিয়ে মার্কেটগুলোতে ভিড় করছেন। মার্কেট ও বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। ঈদ উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার জামা-কাপড়, শাড়ি, লুঙ্গি ও জুতাসহ নানা পোশাকের দাম দ্বিগুণ হাঁকছেন বিক্রেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সমবায় মার্কেট, আলমাছ পয়েন্ট, মার্ক টাওয়ার, হক প্লাজা, সায়াম প্লাজা, সান্তনা মার্কেট, বেলি টাওয়ার, বর্ষণ সুপার মার্কেট, এফ রহমান সুপার মার্কেট, প্যানোরমা প্লাজা, লুৎফা টাওয়ার ও কালির বাজারের ফ্রেন্ডস মার্কেটসহ বিপণিগুলোতে দেশি-বিদেশি পোশাক পাওয়া যাচ্ছে। এসব মার্কেট ও বিপণিবিতানগুলোতে শিশু, কিশোর-কিশোরীসহ বিশেষ করে নারীদের আনাগোনা সবচেয়ে বেশি। গতকাল এবং তার আগের দিন বিকালে সমবায় মার্কেট, আলমাছ পয়েন্ট ও ফ্রেন্ডস মার্কেটে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ ছাড়া শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আলমাছ পয়েন্টে সরেজমিন গিয়ে দেখা গেছে, আড়ং, সেইলর, এপেক্স, বাটা ও লারিভ শোরুমে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

সর্বশেষ খবর