সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
গুলিতে আটজন নিহত

আরও ৪০ পরিবার গ্রাম ছেড়ে উপজেলা সদরে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ির খামতাং পাড়ায় বৃহস্পতিবার ও শুক্রবারের গোলাগুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় গতকাল আরও ৪০ পরিবারের দেড় শতাধিক মানুষ গ্রাম ছেড়ে উপজেলা সদরে চলে এসেছে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম জানান, খামতাং পাড়ার পার্শ্ববর্তী পাইংক্ষ্যং পাড়া থেকে ৯ এপ্রিল সকালে পালিয়ে এসে এসব পরিবার উপজেলা সদরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। তারা সবাই বম সম্প্রদায়ভুক্ত।

গতকাল অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, রোয়াংছড়ি উচ্চবিদ্যালয় এবং রোয়াংছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৩০০ জনের মতো অবস্থান করছে। সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন তাদের খাবারের ব্যবস্থা করছে। সেনা মেডিকেল টিম তাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। খোরশেদ আলম বলেন, আমরা জানতে পেরেছি আরও দুই-একটি গ্রাম থেকে লোকজন উপজেলা সদরে চলে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা এসে পড়লে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে। এদিকে গতকাল সকালে নিহত আটজনের মধ্যে ছয়জনকে রনিনপাড়া এবং দুজনকে পাইংক্ষ্যং পাড়ার বম কবরস্থানে কবর দেওয়া হয়েছে। রোয়াংছড়ি থানা সূত্র জানায়, হত্যাকান্ডের বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি।

সর্বশেষ খবর