মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শজিনা পাড়া নিয়ে তিন ভাইকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় খালাতো ভাইদের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে শজিনা পাড়া নিয়ে আপন তিন ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত তিন ভাই হলেন- ভাজনডাঙ্গা এলাকার তারা ফকিরের ছেলে মহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২)। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিন ভাইয়ের মধ্যে মহসিন ফকিরের বাম হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুই ভাইকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়ির সীমানার একটি গাছের শজিনা পাড়াকে কেন্দ্র করে মূলত বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মিজান মল্লিক ও তার ভাই আবুল মল্লিক এবং তাদের বাবা ইসমাইল মল্লিকসহ পরিবারের কয়েকজন নারী সদস্য দা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মহসিন ফকির, মজনু ফকির ও বজলু ফকিরের ওপর। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তিন ভাইকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে মহসিন ফকিরের হাতের কবজি কেটে নিয়ে যায় তারা। তিন ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন বলেন, গুচ্ছগ্রামে দুটি পরিবার পাশাপাশি বসবাস করে। মহসিন ফকিরের সঙ্গে তার আপন খালাতো ভাই মিজান মল্লিক ও আবুল মল্লিকের ১০ বছর ধরে সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিশ বিচারও হয়। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। বিরোধপূর্ণ জায়গার একটি গাছ থেকে শজিনা পাড়াকে কেন্দ্র করে গন্ডগোলের সৃষ্টি। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক রতন সাহা বলেন, আহতদের হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। মহসিন ফকির নামে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ও তার আরেক ভাই মজনু ফকিরকে ঢাকায় পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, কর্তিত কবজিটি উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ খবর