আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে নিয়ে যত আলোচনা। কেউ বলছেন, মনোনয়ন না পেলেও স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আবার কেউ বলছেন, নির্বাচনে গেলে আবারও দল থেকে বহিষ্কার হবেন। তবে জাহাঙ্গীর মনোনয়ন না পাওয়ায় তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের নিস্তব্ধতা দেখা দিয়েছে। ভোটের গরম হাওয়াটা থেমে গেছে প্রায়। ভোটাররা মনে করছেন, জাহাঙ্গীর আলম মনোনয়ন পেলে ভোটারদের মধ্যে উৎসাহ আরও বাড়ত। আতিকুল ইসলাম নামে স্থানীয় এক ভোটার বলেন, ‘জাহাঙ্গীর ভাই মনোনয়ন পেলে ভালাই হতো। তার অনেক জনপ্রিয়তা রয়েছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে বিপুল ভোটে বিজয় হবেন।’ এ ব্যাপরে জাহাঙ্গীর আলম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন। গত নির্বাচনে লাখ লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। দলীয় মনোনয়ন না পেলেও এবারও লাখ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে প্রত্যাশা করেন তিনি। গত নির্বাচনে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করেছেন। গাজীপুরে রাস্তাঘাটের চেহারা পাল্টে দিয়েছেন। তাই দলমত নির্বিশেষে মানুষ তাকে ভোট দিবেন। সাধারণ মানুষ ও ভোটাররা মতপ্রকাশের সুযোগ পেলে ভোটের বিপ্লব ঘটবে। তিনি আরও বলেন, আমি দায়িত্বে থাকাকালীন নগরের উন্নয়নে কাজ করেছি। কিছু মানুষ আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। গাজীপুরের মানুষ আমাকে ভালবাসে কি না এর প্রমাণ ব্যালটে মিলবে।