বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

প্রাইভেট কারে জিম্মি করে অর্থ আত্মসাৎ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ এলাকায় এক ব্যক্তিকে প্রাইভেট কারে জিম্মি করে অর্থ আত্মসাৎ ও মারধর করার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. সুদেব, তামিম চৌধুরী, আবু সাঈদ ও ফিরোজ আশরাফ হিমু। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ছয়টি মোবাইল ফোন, ৫ হাজার ৫০০ টাকা, একটি স্ক্রু ড্রাইভার, গাড়ির চাকা খোলার একটি ঢালি জব্দ করা হয়। গতকাল এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

ওসি বলেন, গতকাল দুপুরে তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরে মেট্রোরেলের ৩ নম্বর স্টেশনের ১০৬ ও ১০৭ নম্বর পিলারের পশ্চিম পাশে এএসআই মো. সোহেল রানার নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। পরে একটি প্রাইভেট কারকে থামার সিগন্যাল দেন তারা। চালক গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে মোটরসাইকেল নিয়ে গাড়িটির পেছন থেকে ধাওয়া করে গাড়ি থামাতে বাধ্য করে পুলিশ। তখন প্রাইভেট কারের ভিতর থেকে একজন চিৎকার করে বলেন, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। পরে প্রাইভেট কারের ভিতরে থাকা জিম্মি ভুক্তভোগীকে উদ্ধার করেন। ওসি আরও বলেন, গ্রেফতাররা ভুক্তভোগীকে রাজধানীর কালশি এলাকা থেকে কৌশলে গাড়িতে উঠিয়ে জিম্মি করে। তারপর তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর আরও ১ লাখ ৫০ হাজার টাকা আদায়ের জন্য গ্রেফতাররা ভুক্তভোগীর আত্মীয়-স্বজনকে ফোন করে। আর ভুক্তভোগীকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। পরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর