বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

পাহাড়ে পানি সংকট

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড়ে পানি সংকট

পাহাড়ে পানি সংকট তীব্র হয়ে উঠেছে। খরায় শুকিয়ে গেছে ছড়া, ঝরনা, নদী। বিলীন হয়ে গেছে পানির উৎস। এতে ভুগছে পাহাড়ের মানুষ। স্থবির হয়ে পড়েছে এখানকার চাষাবাদও। রাঙামাটির ১০টি উপজেলার মধ্যে বিশেষ করে বাঘাইছড়ি. কাউখালী, বরকল, লংগদু, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচরে এ সংকট তীব্র আকার ধারণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় বাঘাইছড়ি, বরকল, লংগদু, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলা সবচেয়ে দুর্গম। এসব অঞ্চলে পাহাড়ের মানুষের পানি সংগ্রহ করতে হয় ছড়া, ঝরনা, কূপ, নদী কিংবা বৃষ্টি থেকে। কিন্তু সম্প্রতি টানা খরায় শুকিয়ে গেছে পাহাড়ি ছড়া, ঝরনা। কাপ্তাই হ্রদের পানিও অনেক শুকিয়ে গেছে। পাহাড়ি গ্রামগুলোর মানুষের কয়েক মাইল হেঁটে সংগ্রহ করতে হচ্ছে দৈনন্দিন ব্যবহারের পানি। যা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। জুরাছড়ি উপজেলার নিউটন চাকমা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ি গ্রামগুলোর মানুষ পানির কষ্টে আছে। পাহাড়ে অনেক গ্রাম আছে যেখানে নলকূপ বসানোর সুযোগ নেই। পাহাড়ি নারীরা হেঁটে ছড়া ও ঝরনা থেকে পানি সংগ্রহ করত। কিন্তু এখন সেগুলো শুকিয়ে গেছে। বিলাইছড়ি উপজেলার ফরুয়া ইউনিয়নে শান্তনা তঞ্চঙ্গ্যা জানান, পানি সংকটে চাষাবাদও বন্ধ হয়ে আছে। চলাচলেও মারাত্মক অসুবিধা হচ্ছে স্থানীয়দের। কাউখালী উপজেলার বাদলছড়ি, চম্পাতলী ও ছেলাছড়া গ্রামেও পানির হাহাকার শুরু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর