শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

হাঁড়িভাঙা আসবে ২০ জুন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

হাঁড়িভাঙা আসবে ২০ জুন

হাঁড়িভাঙা আমের সুখ্যাতি দিন দিন ছড়িয়ে পড়ছে। এবার আমচাষি এবং যারা বাগান লিজ নিয়েছেন তারা ভালোভাবে আম পরিচর্যা করছেন। দেশের অন্যান্য স্থানের আম শেষ হয়ে যাওয়ার পরই এ আম বাজারে পাওয়া যাবে। কৃষি অফিসের মতে, হাঁড়িভাঙা আম গাছ থেকে পাড়া শুরু হবে জুনের ২০ তারিখ। তবে প্রচণ্ড গরম কিংবা আবহাওয়া প্রতিকূল থাকলে নির্ধারিত সময়ের সপ্তাহখানেক আগেও বাণিজ্যিকভাবে এ আম বিক্রি করতে পারবেন আমচাষিরা। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হলে শুধু হাঁড়িভাঙা আম বিক্রি করে রংপুরের চাষিরা ২০০ কোটি টাকার ওপর ঘরে তুলতে পারবেন বলে আশা করছে কৃষি অফিস। রংপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার রংপুর জেলায় ৩ হাজার ৫ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে।

এর মধ্যে হাঁড়িভাঙার ফলন হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টরে। গত বছর প্রতি হেক্টরে সব প্রজাতির আমের ফলন হয়েছিল গড়ে ৯ দশমিক ৪ মেট্রিক টন। হাঁড়িভাঙার উৎপাদন হয়েছিল প্রতি হেক্টরে প্রায় ১২ টন। এবার আশা করা হচ্ছে, গত বছরের চেয়ে ফলন বেশি হবে। সে হিসাবে শুধু হাঁড়িভাঙা উৎপাদন হতে পারে ১৫ হাজার মেট্রিক টনের ওপর। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলে প্রতি কেজি হাঁড়িভাঙা আম ৮০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হয়। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, আনুষ্ঠানিকভাবে এখনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে, ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম পাড়া শুরু হবে। তিনি বলেন, দেশের অন্যান্য স্থানের আম শেষ হয়ে যাওয়ার পর হাঁড়িভাঙা বাণিজ্যিকভাবে বাজারে আসে। জুনের তৃতীয় সপ্তাহ থেকে এ আম বাজারে আসবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর