মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

মঞ্চে গ্যালিলিও, রায়মঙ্গল ও জগাখিচুড়ি

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে গ্যালিলিও, রায়মঙ্গল ও জগাখিচুড়ি

পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসবের চতুর্থ সন্ধ্যায় গতকাল শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে মঞ্চায়ন হয় তিনটি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ভারতের টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপের নাটক ‘গ্যালিলিও, পরীক্ষণ থিয়েটার হলে ছিল ঢাকার অনুস্বর প্রযোজিত নাটক ‘রায়মঙ্গল’ ও স্টুডিও থিয়েটারে মঞ্চায়ন হয় ভারতের চাকদাহ নাট্যজনের নাটক ‘জগাখিচুড়ি’। সুমন মজুমদারের উপন্যাস রাইমঙ্গল অবলম্বনে ‘রায়মঙ্গল’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সাইফ সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নূরুজ্জামান সরকার, জয়ন্ত দাস জয়, ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আবির সায়েম, আরিফুর রহমান, কায়সার আহম্মেদ, যাজ্ঞোসীনি মৌ, মুত্মাইন্নাহ রীমা, এস আর সম্পদ, মোহাম্মদ বারী প্রমুখ। সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে জাতীয় নাট্যশালার লবির উন্মুক্ত মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় নাচ, গান, পথনাটক ও আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। ১৮ মে শেষ হবে সাত দিনের এই নাট্যোৎসব।

সর্বশেষ খবর