গাজীপুরের কালিয়াকৈরে একই রশিতে ঝুলছিল রিয়াদ হোসেন (২৩) ও মনি হোসেন জসিম (১৮) নামে দুই বন্ধুর লাশ। মৌচাক ফাঁড়ি পুলিশ গতকাল তাদের লাশ উদ্ধার করে। রিয়াদ হোসেন জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়ী এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। মনি হোসেন জসিম একই উপজেলার খয়েরদির চর গ্রামের হেলাল শেখের ছেলে। দুজনই মৌচাকের দক্ষিণপাড়া আইস মার্কেট এলাকার মহিরের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়ার ফুড গিয়ার জুতা কারখানায় চাকরি করতেন। এলাকাবাসী জানায়, সোমবার বিকালে দুই বন্ধু বাসা থেকে বের হন। অনেক রাতেও বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন। স্থানীয়রা গতকাল ভোরে বাসার পাশে কড়ই গাছের ডালে একই রশিতে দুজনের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে মর্গে প্রেরণ করে। সিলভিয়া জুতা কারখানার প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, তাদের দুজনের ভালো সম্পর্ক ছিল, জানতে পেরেছি। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা না হত্যা, ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।