প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গতকাল দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আসামি করা হয়েছে। এর মধ্যে নাটোরে একই ঘটনায় আবু সাইদ চাঁদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আসামি করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সোমবার রাতে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেন মোহনপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি একরামুল হক। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাটোর : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে মামলাটি করেন। নাটোর থানার ওসি নাসিম আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।ফরিদপুর : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে এ মামলাটি করা হয়। আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর করার জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেন। মামলাটি করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
নেত্রকোনা : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত সরকার সজল। এর আগে গত সোমবার একই ঘটনায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন বাদী হয়ে একটি মামলা করেন।
কুড়িগ্রাম : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন। জেলা আওয়ামী আইনজীবী সমিতির ব্যানারে অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট মহব্বত আলী, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, অ্যাডভোকেট শামসুদ্দোহা রুবেল, অ্যাডভোট জহির উদ্দিন, অ্যাডভোট নাজমুল হোসেন প্রমুখ।
গোপালগঞ্জ : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা প্রমুখ।