বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

ঠাকুরপাড়ার সেই টিটুর ১০ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তথ্য-প্রযুক্তি আইনে মামলায় ঠাকুরপাড়ার টিটু রায়কে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন রংপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক। বিচারক ড. আবদুল মজিদ গতকাল দুপুরে এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ৫ নভেম্বর ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় ফেসবুকে ধর্মীয় অবমাননা করে স্ট্যাটাস দেন। এ ঘটনার জেরে ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা। পরে ঠাকুরবাড়ি গ্রামে হামলার জেরে সংঘর্ষ হয়। এ সময় এক যুবক প্রাণ হারান। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসে। এ ঘটনাকে কেন্দ্র্র করে বেশ কয়েকটি মামলাও হয়। গত ২০১৭ সালের ৬ নভেম্বর ঠাকুরপাড়ার টিটু রায়ের বিরুদ্ধে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় তাকে ১০ বছরের কারাদ- দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেওয়া হয়। সরকার পক্ষের আইনজীবী রুহুল আমিন বলেন, ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে ধর্মীয় অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একটি মামলার রায়ে টিটু রায়কে ১০ বছরের কারাদ- দেওয়া হয়েছে। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এবং যুক্তিতর্ক শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত রায় বলেন, ফরেনসিক রিপোর্টে টিটু রায়ের ধর্মীয় অবমাননা করে স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। উচ্চ আদালতে আপিল করব।

 

 

সর্বশেষ খবর