বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

বঞ্চিত এলাকার উন্নয়ন আগে

মুফতি ফয়জুল করীম

বঞ্চিত এলাকার উন্নয়ন আগে

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নগরীর বর্ধিত এলাকা খুবই অবহেলিত। অনেক এলাকায় সড়ক নেই। এমনকি সাঁকোও নেই। গামছা পরে তারা চলাচল করেন। সিটি করপোরেশনের সব কর দিয়েও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। নির্বাচিত হলে বঞ্চিত এলাকার উন্নয়নে সবার আগে নজর দেবেন তিনি। বরিশাল সিটির উন্নয়নসহ সার্বিক বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে গতকাল দেওয়া সাক্ষাৎকারে মুফতি ফয়জুল করিম বলেন, বস্তিবাসীর অবস্থা খুবই করুণ। সেখানে বসবাসের পরিবেশ নেই। নির্বাচিত হলে বস্তিবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পনা করা হয়েছে। পুরনো সড়কগুলো সম্প্রসারণ এবং নতুন নতুন সড়ক নির্মাণের কথা বলেন তিনি।

জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনার কথা বলেন ফয়জুল করিম। তিনি বলেন, খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনতে পারলে জলাবদ্ধতা দূর হবে, পরিবেশ হবে নির্মল। মশামাছির উপদ্রবও কমে যাবে। মরা খালগুলোয় বড় ড্রেন করে উপরিভাগে সড়ক নির্মাণ করা হবে। সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী বলেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। যারা নিজেরা সন্ত্রাস লালন করে, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা যদি হাজারো স্লোগান দেয় তাহলে কি দুর্নীতিমুক্ত করা সম্ভব? যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে না। যারা ক্ষমতায় না এসেই দখলদারি শুরু করেছে, যারা খুনি-সন্ত্রাসী-মাদকাসক্ত নিয়ে চলেন তাদের মাধ্যমে দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। দুর্নীতিমুক্ত একজন ব্যক্তির মাধ্যমেই দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব। নারীদের জীবনমান উন্নয়নে বহু পরিকল্পনা আছে উল্লেখ করে মুফতি ফয়জুল বলেন, তাদের ইজ্জত-সম্মান-আব্রু রক্ষার সুনির্দিষ্ট পদক্ষেপ থাকবে। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানেরও ব্যবস্থা থাকবে। নারীরা কী চায় তাদের কাছ থেকে সেগুলো শুনে সে অনুযায়ী ব্যবস্থা করা হবে। শিশু বিনোদনের বিষয়ে তিনি বলেন, সব পার্ক ও পরিত্যক্ত জমিতে সুন্দর বিনোদনের ব্যবস্থা করব। আরও পার্ক নির্মাণ করব। পুরো বরিশালকেই গ্রিন সিটি আকারে সুন্দর পরিবেশের আওতায় নিয়ে আসতে চাই। নগরীর প্রাণ হিসেবে পরিচিত সদর রোডের বিবির পুকুর নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। তিনি বলেন, পুকুরের পানি সেচ করে বৈজ্ঞানিক কায়দায় মাটি পরিশোধন করে নতুন পানি এনে পুকুরের চারপাশে ফোয়ারা করব, যাতে পানি চারপাশে ঘুরতে থাকে। পুকুরটাই নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়। চলতি মেয়াদে সিটি করপোরেশনে চাকরিচ্যুত কর্মচারীদের বিষয়ে মুফতি ফয়জুল করিম বলেন, যাদের ওপর জুলুম করা হয়েছে অথচ তারা যোগ্য তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব। যোগ্যদের কাজের মূল্যায়ন করব। অযোগ্য কোনো লোক সিটি করপোরেশনে থাকবে না। বরিশালের মানুষের শান্তি এবং উন্নয়নের জন্য জনগণের স্বার্র্থে হাতপাখা মার্কায় ভোটপ্রার্থনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

সর্বশেষ খবর