শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

জলাবদ্ধতা নিরসন হবে প্রধান কাজ

আবদুল আউয়াল

জলাবদ্ধতা নিরসন হবে প্রধান কাজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আবদুল আউয়াল বলেছেন, খুলনা নগরীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। খুলনা নগরী এখন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে। বৃষ্টি হলেই মানুষের ঘরবাড়ির নিচতলা পানিতে তলিয়ে যায়। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন করাই হবে আমার প্রধান কাজ। ড্রেনেজব্যবস্থা সুন্দর করার পাশাপাশি মানুষ যাতে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে সেজন্য যানজটমুক্ত পরিচ্ছন্ন শহর গড়ে তোলা হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে মাওলানা আবদুল আউয়াল এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচিত হলে খাদ্য, সামাজিক নিরাপত্তাসহ নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিতকরণে কাজ করব। বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর জনসাধারণের মৌলিক অধিকার যথাযথ বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। মেয়র নির্বাচিত হলে শান্তি, সুখ-সমৃদ্ধিপূর্ণ নগরী গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। অপরিকল্পিত নগরায়ণের ভোগান্তির কথা তুলে ধরে আবদুল আউয়াল বলেন, অপরিকল্পিত ড্রেনেজব্যবস্থা ও খোঁড়াখুঁড়িতে রাস্তাঘাটে চলাচলের উপায় নেই, সবখানেই ভোগান্তি বাড়ছে। পানি নিষ্কাশনের খালগুলো বেদখল হয়ে আছে। পানি যদি বের হতেই না পারে তাহলে শহর তলিয়ে যাবে এটাই তো স্বাভাবিক। নির্বাচিত হলে পরিকল্পিত ড্রেনেজব্যবস্থা ও সুন্দর রাস্তাঘাট গড়ে তোলা হবে। তিনি বলেন, খুলনা একসময় ছিল শিল্পনগরী; কিন্তু এখন সেই খুলনা মৃত নগরীতে পরিণত হয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে খুলনায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।

 

সর্বশেষ খবর