শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

নিজের বুকেই গুলি কনস্টেবলের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফ উজ-জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। তারা বলছেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রনির। বেশির ভাগ সময় মোবাইল ফোনে তারা কথা বলতেন। গতকাল ডিউটিতে আসার আগেও কথা বলেন রনি। ওই প্রেমিকার সঙ্গে ঝামেলার জেরেই চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে নিজের বুকে গুলি চালান রনি। জানা গেছে, কনস্টেবল রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এসটিএফ কোম্পানিতে কর্মরত। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চন্দ্রপাড়ায়। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ জানান, নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে, কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তারা মোবাইল ফোনে বেশির ভাগ সময় কথা বলতেন। বুধবার রাতের বেশির ভাগ সময় ওই মেয়েটির সঙ্গে রনির কথা হয়। গতকাল সকালে ডিউটিতে আসার আগেও তাদের দুজনের কথা হয়েছিল। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে তাদের ঝামেলা চলছিল। এ কারণেই তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। তবে বুধবার রাত ৪টায় রনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, ‘আমার কাজের জন্য আমিই দায়ী।’ ব্যক্তিগত জীবনে রনি অবিবাহিত ছিল। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বনানী ১১ নম্বরে চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকাল ৬টা ১৫ মিনিটে তিনি চেকপোস্টে আসেন। ৭টার সময় চেকপোস্টে ডিউটি শুরু হওয়ার কথা ছিল। সকাল ৬টা ৪৯ মিনিটের দিকে বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করেন কনস্টেবল রনি। সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় রনিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল ঢামেক মর্গে ময়নাতদন্তের পর রনির লাশ স্বজদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বনানী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বনানী থানার এসআই মুন্তাহারুল ইসলাম বলেন, রনি চেকপোস্টের বাথরুমে ঢোকার পর ভিতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান তারা। দরজা খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রনি।

সর্বশেষ খবর