শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম । দিল্লি-রিয়াদ আলোচনা

ভারত থেকে ট্রেনে হজযাত্রা

কলকাতা প্রতিনিধি

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মুসলমান সৌদি আরবের মক্কায় যান হজ করতে। ভারত থেকেও মুসলিমরা বিমানে করে যান হজ করতে। কিন্তু মোটা অঙ্কের বিমান ভাড়া থেকে হজযাত্রীদের রক্ষা করতে এবার দিল্লি-রিয়াদ দ্রুতগতির ট্রেন সার্ভিস চালুর বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভারত থেকে কম খরচে হজে যেতে পারবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছেন, হজে যাওয়ার বিমান খরচ কমাতে ভারত ও সৌদি আরবের মধ্যে ট্রেন চলাচলের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে রেল অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে আলোচনা হয়েছে। সূত্র বলছে, এ ট্রেন চালু হলে তা ভারত ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হতে পারে। এ ছাড়া একাধিক কারণে ভারত থেকে সৌদি আরব পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র আরও বলছে, যে রেল সার্ভিসের কথা ভাবা হচ্ছে সেই রেললাইন বিশ্বের সবচেয়ে কঠিন ভূখন্ডের মধ্য দিয়ে যাবে। এ লাইন আরব মরুভূমি হয়ে মালভূমি ও বিভিন্ন পর্বতমালার মধ্য দিয়ে দীর্ঘ পথ পেরিয়ে ভারত থেকে সৌদি আরব পর্যন্ত যাবে। সূত্র জানাচ্ছে, এ ট্রেন লাইন বালুচিস্তান ও জাগ্রোস পর্বতমালার ভিতর দিয়ে ইরানের পাহাড়ি এলাকা হয়ে যাবে। ভারতের প্রতিবেশী পাকিস্তানকে বাদ দিয়ে লাইন পাতা যাবে কি না- সেটাও খতিয়ে দেখছে মোদি সরকার।

সর্বশেষ খবর