শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

বস্তির দোকান থেকে সাপ্লাই দেওয়া হতো বিদেশি মদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কড়াইল বস্তির একটি দোকান থেকে ৫৬ বোতল অবৈধ বিদেশি মদসহ মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ডিএনসি বলছে, বস্তির ওই দোকান থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হতো বিদেশি মদ। গতকাল এসব তথ্য জানান ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছে মনির। বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। সর্বশেষ ডিএনসির কাছে তথ্য আসে, মনির বিমানবন্দরকেন্দ্রিক একটি চক্রের কাছ থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে গুলশান ও বনানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করবেন। পরে ডিএনসির গুলশান সার্কেলের একটি টিম তার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির (এরশাদ মাঠ) কবরস্থান সড়কে মিম ফ্যাশন গ্যালারি নামে দোকানটি মনির হোসেনের। তার দোকান তল্লাশি করে ৫৬ বোতল অবৈধ বিদেশি মদের বোতল পাওয়া যায়। প্রতিটি এক লিটারের। এর মধ্যে রয়েছে চিভাস-১২ বোতল, হুইস্কি ২৮ বোতল, ট্রাভেলাস ক্লাব হুইস্কি ৮ বোতল, ব্ল্যাক লেভেল হুইস্কি ১৯ বোতল ও ভ্যাট-৬৯ লেভেল হুইস্কি ১ বোতল। তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, ক্রিস্টাল মেথ বা আইস, ইয়াবা, এলএসডি, ডিওবিসহ অন্যান্য ক্ষতিকর মাদকের পাশাপাশি অবৈধ বিদেশি মদ চোরাচালানের সঙ্গে যারা জড়িত, তাদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর