রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

ইভিএমে আস্থা ও শঙ্কা দুই-ই আছে

মুরশিদ আলম ফারুকী

ইভিএমে আস্থা ও শঙ্কা দুই-ই আছে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইভিএম মেশিনে। এনিয়ে আস্থা ও শঙ্কা দুই-ই প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, ইভিএম নিয়ে আমাদের আস্থা ও শঙ্কা দুটিই আছে। শঙ্কা হলো বিগত নির্বাচনে আমরা দেখেছি, ইভিএমের মধ্যে ব্যাপক কারচুপি। একটা ধারণা গড়ে উঠেছে যে, ইভিএমের মধ্যে জালিয়াতি ও কারচুপি আছে। সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন উপহার দেয়, তাহলে এটা নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা বৃদ্ধি করবে। মুরশিদ আলম ফারুকী বলেন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। নাগরিকরা একটা পরিবর্তন চান। যেসব নাগরিক চান যে রাজশাহী সিটি করপোরেশনকে একটা স্মার্ট নগরী গড়তে, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত নগর গড়তে শুধু তারাই এ পরিবর্তন আনবেন এবং তারাই হাতপাখায় ভোট দেবেন। ইসলামী দল হলেও মেয়র নির্বাচিত হলে সব ধর্মের নাগরিকদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সমান দৃষ্টিভঙ্গি পোষণ করবে বলে জানান মুরশিদ ফারুকী। এখন পর্যন্ত রাজশাহীর নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে শেষদিন পর্যন্ত এমন অবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন হাতপাখার এই প্রার্থী।

সর্বশেষ খবর