সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

জোসেফ-হারিসের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরের আলোচিত জোসেফ, হারিস ও আনিসের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ করেছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের দুই সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ও তারেকুজ্জামান রাজীব। তারা বলেছেন, একজন প্রভাবশালী ব্যক্তির সরাসরি ইন্ধনে তাদের গ্রেফতার করা হয়। জেল থেকে বের হওয়ার পরও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের ভাষায়, প্রভাবশালী ওই ব্যক্তি এবং তার ভাইয়েরা অনেক ভয়ংকর ও নির্মম। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান এবং ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব।

তারেকুজ্জামান রাজীব বলেন, ‘মোহাম্মদপুর জোসেফ-হারিস-আনিস গংয়ের সন্ত্রাসী কর্মকান্ডের পুরনো অভয়ারণ্য। আমি সেই এলাকার একজন কাউন্সিলর ছিলাম। ২০১৯ সালের অক্টোবরে আমাকে গ্রেফতারের আগে একটা মামলা কিংবা জিডি পর্যন্ত ছিল না। আমাকে আটকের পর রাতভর আমার বাসা ও অফিসে তল্লাশি অভিযান চলানো হয়।’

সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান তার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি ফ্রিডম মিজান নই। ফ্রিডম মিজান একজন সাজাপ্রাপ্ত আসামি। আমি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ১৯৯৬ সালের ৭ মে মোহাম্মদপুরে আমার ভাই মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় জোসেফকে মৃত্যুদন্ড দেন ঢাকার জজ আদালত। সেই রায়ের বিরুদ্ধে জোসেফ আপিল করলেও মৃত্যুদন্ড বহাল রাখেন হাই কোর্ট। পরে আপিল বিভাগ এ সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। ২০১৮ সালের মে মাসে জোসেফও রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে মুক্তি পান। সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন জোসেফের ভাই হারিস আহমদ ও আনিস আহমদ। তারাও রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে নিরুদ্দেশ হয়ে যান। সাজাপ্রাপ্ত হওয়ার পরও তাদের কারাগারে যেতে হয়নি।’

সর্বশেষ খবর