লেনদেনের পরিমাণে উত্থান হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম দিনে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল ডিএসইতে সবগুলো সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। ৭৭টির দাম কমেছে। আর ১৮২টির দাম অপরিবর্তিত রয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে অবস্থান করছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ২ লাখ টাকা। লেনদেন শুধু আগের দিনের তুলনায় বাড়েনি, গত বছরের ৮ নভেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত বছরের ৮ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়। এরপর বাজারটিতে আর ১ হাজার ৪০০ কোটি টাকার লেনদেনের দেখা মেলেনি। ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন হওয়ার দিনে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। কোম্পানিটির ৭২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার ৩৫ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দাম বেড়েছে। দাম কমেছে ৫৭টির এবং ১০৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা।