সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

তুচ্ছ ঘটনায় যুবক হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার রামপুরা এলাকার ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের ভাই আবদুল মান্নান খোকনের অনুসারীদের ছুরিকাঘাতে আজাদুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরের নয়াবাজার বিশ্বরোডের মুখে প্রস্রাব করতে নিষেধ করাকে কেন্দ্র করে ভোর ৫টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আজাদুর রহমান স্থানীয় নাজির বাড়ির বাসিন্দা। এ হত্যার প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন বলেন, বন্দর এলাকার এক ব্যবসায়ীর মালিকানাধীন জমি দেখাশোনা করতেন আজাদুর রহমান এবং তার ভাই মফিজুর রহমান। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই জমির গেটের সামনে প্রস্রাব করা নিয়ে এক কিশোরের সঙ্গে আজাদের বাগবিতন্ডা হয়। পরে ওই যুবক দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ভোরবেলা আজাদ নাস্তা আনতে বের হলে তার পেটে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। আজাদের ভাই মফিজুর রহমান বলেন, দেখে নেওয়ার হুমকি দেওয়া কিশোর ওয়ার্ড কাউন্সিলর লিটনের ভাই আবদুল মান্নান খোকনের অনুসারী। তিনি কয়েকজনকে ডেকে আনেন। আজাদ নাস্তা আনতে যাওয়ার সময় তাদের সঙ্গে দেখা হয়। এ সময় তারা প্রস্রাব করার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আজাদের পেটে ছুরিকাঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা ১২টার দিকে আজাদুর রহমানের পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন সড়ক অবরোধ করে বিচারের দাবি জানান। এ সময় তারা অভিযোগ করেন, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর লিটনের ভাই খোকন সব কিশোর অপরাধীদের নিয়ন্ত্রক। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলে না। এমনকি থানায় অভিযোগ দিতে গিয়ে পুলিশের উল্টো হয়রানির ভয়েও অনেকে নীরব থাকে। সড়ক অবরোধের সময় তারা হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তোলেন।

এ সময় আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দেয়।

সর্বশেষ খবর