চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি বিশেষ পরিচিতি রয়েছে আমের জন্য। বাংলাদেশের বাজারেও অন্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জের আমের কদর বেশি। আর এই সুস্বাদু রসালো আম দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও রপ্তানি হচ্ছে। ফলে খুশিতে আছেন আম চাষিরা। জানা গেছে, গতকালই এক মেট্রিক টন আম লন্ডনে পাঠানো হয়েছে। এ ছাড়া ২৯ মে ৪ মেট্রিক টন ক্ষীরশাপাতি আম সুইডেনে ও ৩ মেট্রিক টন লন্ডনে রপ্তানির জন্য পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মেসার্স এমবিবি এগ্রো নামে এক ফল এবং সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ আম রপ্তানি করেছেন। তাদের আশা, এ বছরে ১০০ মেট্রিক টনেরও বেশি আম বিদেশে রপ্তানি করবেন তারা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. বদরুদ্দোজা জানান, তিনি ২০১২ সাল থেকে আম ও বিভিন্ন ধরনের সবজি সুইডেনে রপ্তারি করেন।
এর ধারাবাহিকতায় তিনি এবারও রপ্তানি করছেন। তিনি চলতি আম মৌসুমে এখন পর্যন্ত ৪ মেট্রিক টন আম সুইডেনে ও ৩ মেট্রিক টন আম লন্ডনে পাঠিয়েছেন। মূলত তিনি সুইডেনে থাকেন এবং সুইডেনের স্টকহোমের বিভিন্ন ব্যবসায়ীরা তাকে আমের অর্ডার দিয়ে রাখেন। পরিপ্রেক্ষিতে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে আমগুলো প্যাকিং করে পাঠিয়ে দেন এবং সুইডেন বিমানবন্দর থেকেই আমগুলো তাদের কাছে পৌঁছে যায়। তিনি আরও জানান, বছরের ছয় মাস সুইডেনে বাংলাদেশের সবজি বিক্রি করেন। আর অন্য ছয় মাস ইতালির এবং আমের সময় চাঁপাইনবাবগঞ্জের আম বিক্রি করেন। তিনি বাংলাদেশ থেকে লাউ, পটোলসহ প্রায় ২০ ধরনের সবজি রপ্তানি করে থাকেন। বর্তমানে তার নিজের বাগানের আম বিদেশে পাঠাচ্ছেন। তবে তার বাগানের আম শেষ হলে অন্যের বাগানের আম কিনে রপ্তারি করবেন। এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পলাশ সরকার বলেন, বদরুদ্দোজার বিষয়টি জানি। তিনি শুধু আম নয়, বিভিন্ন ধরনের সবজিও বিদেশে রপ্তারি করে থাকেন। তবে বিদেশে আম পাঠানোর জন্য কৃষিবিভাগ সার্বিক সহযোগিতা করছে। তিনি আরও বলেন, যেহেতু এ জেলার আম রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত তাই আশা করছি বিদেশে আম রাপ্তানির পরিমাণ আরও বাড়বে। উল্লেখ্য, এবার জেলায় ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে এবং আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        