মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে এবার ফখরুল ইমামকে চায় জাতীয় পার্টি। এ বিষয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের চিঠি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। জাতীয় পার্টির এমপি শামীম হায়দার পাটোয়ারী গতকাল এ চিঠি পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাপার আরও দুই এমপি আহসান আদেলুর রহমান এবং রানা মোহাম্মদ সোহেল।
এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষ থেকে চিঠি দিয়ে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ পদে রাখার জন্য বলা হয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে, তাকে সরিয়ে ফখরুল ইমামকে এ পদে স্থলাভিষিক্ত করতে। বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
স্পিকারের দফতর থেকে বেরিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ১৮ মে জাপার প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা চিঠি নিয়ে আসেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের চিঠির খবর তাদের কাছে নেই।