শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

বিচার বিভাগের বরাদ্দ ১৯৪২ কোটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ১৭৫৩ কোটি টাকা। এ ছাড়া সুপ্রিম কোর্টের জন্য ২০৯ কোটি এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের জন্য ৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল সংশোধিত বাজেটে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দকৃত অর্থের পুরোটাই পরিচালন ব্যয়। অন্যদিকে আইন ও বিচার বিভাগের বাজেটের মধ্যে ১ হাজার ৭৬৬ কোটি টাকা পরিচালন ব্যয় এবং ১৭৬ কোটি টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রস্তাবকৃত ৪৩ কোটি টাকার মধ্যে মাত্র ২ কোটি টাকা উন্নয়ন ব্যয়, আর বাকি সবটাই পরিচালন ব্যয় ধরা হয়েছে বাজেটে।

 

সর্বশেষ খবর