আপিলে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ ছাড়া জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়নপত্রও আপিলে বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি হয়। আপিলে তাঁরা প্রার্থিতা ফিরে পান। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, যে আটজন প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হয়েছিল, তাঁদের মধ্যে চারজনের আপিলের ওপর গতকাল নির্বাচন কমিশনে শুনানি হয়। এর মধ্যে মো. আশরাফুল হোসেন আলমের আপিলটা গৃহীত হয়েছে। জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের আপিল গৃহীত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা ও শেখ আসাদুজ্জামান জালালের আপিলটা নামঞ্জুর হয়েছে। প্রার্থিতা ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি নিরাশার কথা বলেছিলাম। তবে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে এখন আস্থা তৈরি হলো। সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতব।’ তিনি আরও বলেন, ‘এর আগের নির্বাচনে হাই কোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবার সে পর্যন্ত যেতে হয়নি। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি আনন্দিত। শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় নিয়ে আমি আশাবাদী।’ বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় প্রয়োজনীয় ভোটারের খোঁজ না পাওয়ায় ১৮ জুন হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। একজন স্বতন্ত্র প্রার্থীকে সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসংবলিত একটি তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। অতীতে সংসদ সদস্য থাকলে ওই বিধান প্রযোজ্য হয় না। ওই ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে ঢাকা-১৭ আসনের আরও চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। আর জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়নপত্র বাতিল হয় বিলখেলাপি হওয়ার অভিযোগে। এ আসনের উপনির্বাচনে ২০ জন মনোনয়নপত্র তুললেও ১৫ জন জমা দেন। বাছাইয়ে আটজনের মনোনয়নপত্র বাতিল হয়। দুজনের আপিল টিকে যাওয়ায় এখন বৈধ প্রার্থী থাকলেন মোট নয়জন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সবশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এ উপনির্বাচন হচ্ছে। ভোটে যিনি জয়ী হবেন, তিনি কয়েক মাসের জন্যই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
আপিলে ফিরল হিরো আলমের প্রার্থিতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর