বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন চলমান রয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এ শিক্ষক-কর্মচারীরা পাঠদান বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ১৮ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন চলমান থাকলেও দাবি আদায় না হওয়ায় সহসাই এ আন্দোলন বন্ধ হচ্ছে না। শিক্ষক নেতারা বলছেন, দাবি আদায় না হলে আন্দোলও বন্ধ হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে আন্দোলনকারী বিটিএ নেতৃবৃন্দ বলছেন, শুক্রবারের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গতকাল তারা স্বল্প পরিসরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বিকালে উপস্থিতি কিছুটা বাড়লেও সন্ধ্যার আগেই শিক্ষকরা প্রেস ক্লাব এলাকা ছেড়ে গেছেন। আজ সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা ফের আন্দোলনে নামবেন বলে জানা গেছে। বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, এতদিন ধরে আন্দোলনে আছি কিন্তু আমাদের দাবি মেনে নিতে সুস্পষ্ট ঘোষণা পাইনি। আমরা এখন প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয়করণের ঘোষণা পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা প্রত্যাশা করছি শিগগিরই প্রধানমন্ত্রী আমাদের দাবির ব্যাপারে সদয় হবেন। তথ্যমতে, জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা আন্দোলনে অংশ নেওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে শিক্ষকদের প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়। দৈনিক অনুপস্থিত শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশনাও দিয়েছে মাউশি। এমনকি এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি দিয়ে গভর্নিং বডির উদ্দেশে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করতে হবে। কিন্তু আন্দোলনরত শিক্ষকরা বলছেন, মাউশি, শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দফতরের এমন নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষকদের আন্দোলন দমানোর জন্য। এমন নির্দেশনা বা বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের আন্দোলন ঠেকানো যাবে না।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
শিক্ষক নেতারা বললেন
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর