লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে বৃহস্পতিবার কালীগঞ্জের তুষভান্ডার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ পাঁচজন আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার এস আই আলামিন, এএসআই তৌহিদ ও পুলিশ কনস্টেবল মান্নান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নামে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি নেতা ফারহান হোসেন পাশার নেতৃত্বে বের হওয়া এ মিছিলটি তুষভান্ডারের ক্যাপ্টেন মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্বিতন্ডা ও পরে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে এক রাউন্ড শটগানের গুলি চালিয়েছে বলে কালীগঞ্জ থানার পুলিশ নিশ্চিত করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে লালমনিরহাট সদর উপজেলায় খুনিয়াগাছ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আসাদুল হোসেন (৩০) ও বেলাল মিয়া (২৫) আহত হন। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুকে ‘তাচ্ছিল্য’ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নামে লালমনিরহাট সদর থানায় ৮ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগটি রংপুর তথ্যপ্রযুক্তি আদালতের নির্দেশে গত বুধবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত হয়। এরপর থেকে জেলার বিভিন্ন স্থানে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে বিএনপি নেতা-কর্মীরা।