পাবনায় ইউটিউব দেখে আগ্নেয়াস্ত্র তৈরি করত একটি চক্র। সে অস্ত্র ব্যবহৃত হতো হত্যাকাণ্ড ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। পাশাপাশি চলত অস্ত্র ব্যবসা। এমন একটি চক্রকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। ঈশ্বরদীর ছাত্রলীগ নেতা মনা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে গিয়ে এসব তথ্য পায় পুলিশ। ওই হত্যাকাণ্ডে জড়িত আসামিরাই মূলত এ চক্রের সদস্য। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী। আসামিদের গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি প্রাইভেট কার ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী নতুন রূপপুরের ইউনুসের ছেলে মো. মানিক (৩৬), আতিয়ারের ছেলে চমন (৩৮), আজিজের ছেলে রাজিব (৩০), একই উপজেলার দিয়ার সাহাপুরের মহিদুলের ছেলে ফসিউল আলম অনিক (২৭) ও চরসাহাপুরের আখতার সরদারের ছেলে শাহিন সরদারসহ (২৮) মনা হত্যাকাণ্ড ও অস্ত্র তৈরি কাজে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, গত ১৭ জুন রাতে এলাকায় অধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপি মার্কেটে গুলি করে ছাত্রলীগ নেতা মনাকে হত্যা করা হয়। এরপরই হত্যাকাণ্ডের মূলহোতা অনিককে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে ও গোয়েন্দা তৎপরতায় পুলিশ অভিযান চালিয়ে মানিকসহ আরও নয় আসামিকে গ্রেফতার করে। এ সময় অনিক ও মানিকের ঈশ্বরদীর জিগাতলার ভাড়া বাসায় অভিযান চালালে আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার সন্ধান মেলে। যেখানে অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হতো। ওই অস্ত্রগুলো কিলিং মিশনে ব্যবহারের পাশাপাশি বিক্রিও করত।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
অষ্টম কলাম
ইউটিউব দেখে অস্ত্র তৈরি, ব্যবহার খুনে
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর