বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অর্থনীতির সংকট কেটে যাচ্ছে। আগামীতে অর্থনীতি আরও স্থিতিশীল হবে। প্রকৃত অর্থনীতির সমস্যাগুলো অনেকটাই উত্তরণের পথে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এসব জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। নির্বাহী পরিচালক বলেন, আমরা পলিসি স্ট্যান্ড নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছি। তাদের (অর্থনীতিবিদ) সুচিন্তিত পরামর্শ নেওয়া শুরু হয়েছে। আজকে (গতকাল) ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এসেছিলেন। মূল্যস্ফীতি, বিনিময় হার, নীতি বাস্তবায়ন, খেলাপি ঋণসহ আমাদের বিবিধ কার্যক্রম তাঁকে অবহিত করা হয়েছে। তিনি আমাদের নীতিগত অবস্থান শুনেছেন। বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পলিসিগুলো পূর্ণ বাস্তবায়ন ও মনিটরিংয়ের ওপর জোর দিতে বলেছেন। মেজবাউল হক বলেন, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও দুটি জিনিস বলেছেন। প্রথমত, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়া। আমরা বলেছি, ইতোমধ্যে এই উদ্যোগ নিয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধির কারণে সরকারের ঋণ বেশ বড় ছিল। সরকারও বলেছে, এটা করলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির ধারা থাকবেই। আপনারা দেখবেন সর্বশেষ কোনো টেন্ডারে বাংলাদেশ ব্যাংক অংশ নেয়নি এবং ব্যাংক ব্যবস্থা থেকে নেবে। ব্যাংকগুলো যতটুকু দিতে পারবে ততটুকুই নেবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতির প্রত্যাশা ব্যবস্থাপনা। আমরা এটা শুনেছি। এই বিষয়টি হয়তো আগামী মুদ্রানীতিতে সমন¦য় করব। যদি প্রয়োজন হয় জনসাধারণকে সেই বিষয়ে সচেতন করব। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, সার্বিক মূল্যায়নে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, মূল অর্থনৈতিক সংকট কেটে যাচ্ছে। সামনে হয়তো অর্থনীতি আরও স্টাবল হবে। রিয়েল ইকোনমির যে প্রবলেম সেগুলো অনেকটাই উত্তরণের পথে। মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ। বিনিময় হারের বিশাল অবমূল্যায়ন হয়েছে। তার একটা প্রভাব দ্রব্যমূল্যের দামে এসেছে। যেহেতু আমরা আমদানিনির্ভর অনেক পণ্য ব্যবহার করি। মেজবাউল হক বলেন, অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলা ও আগামী মুদ্রানীতি নিয়ে আরও অর্থনীতিবিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, চেম্বার অব কমার্স এবং অর্থনৈতিক খাতের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ওয়াহিদ উদ্দিন মাহমুদ
অর্থনীতির সংকট কেটে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর