বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অর্থনীতির সংকট কেটে যাচ্ছে। আগামীতে অর্থনীতি আরও স্থিতিশীল হবে। প্রকৃত অর্থনীতির সমস্যাগুলো অনেকটাই উত্তরণের পথে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এসব জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। নির্বাহী পরিচালক বলেন, আমরা পলিসি স্ট্যান্ড নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছি। তাদের (অর্থনীতিবিদ) সুচিন্তিত পরামর্শ নেওয়া শুরু হয়েছে। আজকে (গতকাল) ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এসেছিলেন। মূল্যস্ফীতি, বিনিময় হার, নীতি বাস্তবায়ন, খেলাপি ঋণসহ আমাদের বিবিধ কার্যক্রম তাঁকে অবহিত করা হয়েছে। তিনি আমাদের নীতিগত অবস্থান শুনেছেন। বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পলিসিগুলো পূর্ণ বাস্তবায়ন ও মনিটরিংয়ের ওপর জোর দিতে বলেছেন। মেজবাউল হক বলেন, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও দুটি জিনিস বলেছেন। প্রথমত, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়া। আমরা বলেছি, ইতোমধ্যে এই উদ্যোগ নিয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধির কারণে সরকারের ঋণ বেশ বড় ছিল। সরকারও বলেছে, এটা করলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির ধারা থাকবেই। আপনারা দেখবেন সর্বশেষ কোনো টেন্ডারে বাংলাদেশ ব্যাংক অংশ নেয়নি এবং ব্যাংক ব্যবস্থা থেকে নেবে। ব্যাংকগুলো যতটুকু দিতে পারবে ততটুকুই নেবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতির প্রত্যাশা ব্যবস্থাপনা। আমরা এটা শুনেছি। এই বিষয়টি হয়তো আগামী মুদ্রানীতিতে সমন¦য় করব। যদি প্রয়োজন হয় জনসাধারণকে সেই বিষয়ে সচেতন করব। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, সার্বিক মূল্যায়নে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, মূল অর্থনৈতিক সংকট কেটে যাচ্ছে। সামনে হয়তো অর্থনীতি আরও স্টাবল হবে। রিয়েল ইকোনমির যে প্রবলেম সেগুলো অনেকটাই উত্তরণের পথে। মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ। বিনিময় হারের বিশাল অবমূল্যায়ন হয়েছে। তার একটা প্রভাব দ্রব্যমূল্যের দামে এসেছে। যেহেতু আমরা আমদানিনির্ভর অনেক পণ্য ব্যবহার করি। মেজবাউল হক বলেন, অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলা ও আগামী মুদ্রানীতি নিয়ে আরও অর্থনীতিবিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, চেম্বার অব কমার্স এবং অর্থনৈতিক খাতের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০