বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অর্থনীতির সংকট কেটে যাচ্ছে। আগামীতে অর্থনীতি আরও স্থিতিশীল হবে। প্রকৃত অর্থনীতির সমস্যাগুলো অনেকটাই উত্তরণের পথে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এসব জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। নির্বাহী পরিচালক বলেন, আমরা পলিসি স্ট্যান্ড নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছি। তাদের (অর্থনীতিবিদ) সুচিন্তিত পরামর্শ নেওয়া শুরু হয়েছে। আজকে (গতকাল) ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এসেছিলেন। মূল্যস্ফীতি, বিনিময় হার, নীতি বাস্তবায়ন, খেলাপি ঋণসহ আমাদের বিবিধ কার্যক্রম তাঁকে অবহিত করা হয়েছে। তিনি আমাদের নীতিগত অবস্থান শুনেছেন। বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পলিসিগুলো পূর্ণ বাস্তবায়ন ও মনিটরিংয়ের ওপর জোর দিতে বলেছেন। মেজবাউল হক বলেন, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও দুটি জিনিস বলেছেন। প্রথমত, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়া। আমরা বলেছি, ইতোমধ্যে এই উদ্যোগ নিয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধির কারণে সরকারের ঋণ বেশ বড় ছিল। সরকারও বলেছে, এটা করলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির ধারা থাকবেই। আপনারা দেখবেন সর্বশেষ কোনো টেন্ডারে বাংলাদেশ ব্যাংক অংশ নেয়নি এবং ব্যাংক ব্যবস্থা থেকে নেবে। ব্যাংকগুলো যতটুকু দিতে পারবে ততটুকুই নেবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতির প্রত্যাশা ব্যবস্থাপনা। আমরা এটা শুনেছি। এই বিষয়টি হয়তো আগামী মুদ্রানীতিতে সমন¦য় করব। যদি প্রয়োজন হয় জনসাধারণকে সেই বিষয়ে সচেতন করব। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, সার্বিক মূল্যায়নে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, মূল অর্থনৈতিক সংকট কেটে যাচ্ছে। সামনে হয়তো অর্থনীতি আরও স্টাবল হবে। রিয়েল ইকোনমির যে প্রবলেম সেগুলো অনেকটাই উত্তরণের পথে। মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ। বিনিময় হারের বিশাল অবমূল্যায়ন হয়েছে। তার একটা প্রভাব দ্রব্যমূল্যের দামে এসেছে। যেহেতু আমরা আমদানিনির্ভর অনেক পণ্য ব্যবহার করি। মেজবাউল হক বলেন, অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলা ও আগামী মুদ্রানীতি নিয়ে আরও অর্থনীতিবিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, চেম্বার অব কমার্স এবং অর্থনৈতিক খাতের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।
শিরোনাম
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
ওয়াহিদ উদ্দিন মাহমুদ
অর্থনীতির সংকট কেটে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর